আইসিসিকে বীণার ‘প্রমাণ’

পেসার মোহাম্মদ আসিফের সঙ্গে বাজিকরদের যোগাযোগ আছে, এমন অভিযোগ কদিন আগেই করেছিলেন সাবেক বান্ধবী বীণা মালিক। এবার সেই অভিযোগের প্রমাণ তুলে দিলেন আইসিসির দুর্নীতি দমন বিভাগের হাতে। পরশু সন্ধ্যায় লাহোরের বাড়িতে আইসিসির দুর্নীতি দমন বিভাগের দক্ষিণ এশীয় শাখার শীর্ষ কর্মকর্তা হাসান রাজার হাতে এসব প্রমাণ তুলে দেন বীণা।
পরে একটি টেলিভিশন চ্যানেলে বলেন, ‘বাজিকরের সঙ্গে আসিফের কথোপকথনের রেকর্ডিং আমি তাদের হাতে তুলে দিয়েছি। এগুলো ছাড়াও এই সংশ্লিষ্ট আরও কিছু তথ্যও আইসিসি কর্মকর্তাকে জানিয়েছি।’ পাকিস্তানের এই অভিনেত্রী জানান, আসিফকে বাজে পারফরম্যান্স করতে ঘুষ সেধেছিল এক ভারতীয় বাজিকর। সেই স্মৃতি টেনে এনে বলেন, ‘পাকিস্তানের খেলোয়াড় থেকে কর্মকর্তা—সবাই দুর্নীতির সঙ্গে জড়িত। পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরের আগে আমি আসিফের সঙ্গে ব্যাংকক গিয়েছিলাম। আসিফ আমাকে বলেছিল একজন ভারতীয় বাজিকর তাকে ৪০ হাজার মার্কিন ডলার প্রস্তাব দিয়েছিল বাজে খেলতে। কিন্তু আসিফ চেয়েছিল ২ লাখ ডলার।’

No comments

Powered by Blogger.