মোজাম্বিকে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৭

মোজাম্বিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভরত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছে বলে দেশের সরকারি টেলিভিশন জানিয়েছে।
পুলিশ বলেছে, ওই সংঘর্ষে চারজন নিহত ও ২৬ জন আহত হয়েছে। সংবাদ মাধ্যম ও পুলিশ উভয়ের বক্তব্য অনুযায়ী আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন।
সরকারি টেলিভিশন স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, গত বুধবার রাজধানী মাপুতোয় বিক্ষোভকারীরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামে। তারা দোকানপাটে ভাঙচুর শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে আসে। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
গতকালও বিক্ষোভকারীরা রাস্তায় নামে। এ সময় রাজধানীতে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। টেলিভিশনের খবরে বলা হয়, সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। তবে পুলিশ মন্ত্রণালয়ের মুখপাত্র পেড্রো কোসা গতকাল বৃহস্পতিবার বলেন, তাঁরা মোট চারজনের মৃত্যুর খবর পেয়েছেন। এদের মধ্যে দুজন বিক্ষোভকারী পুলিশের গুলিতে মারা গেছে।
বুধবার মোজাম্বিকের প্রেসিডেন্ট আরমান্দো গুয়েবুজা এক ভাষণে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। কর্মকর্তারা বলেছেন, গতকালও রাজধানীতে বেশ কয়েক দফা গুলির শব্দ শোনা গেছে।
মোজাম্বিক তার মোট চাহিদার মাত্র এক-চতুর্থাংশ গম উত্পন্ন করতে সক্ষম। বাকি গম বিদেশ থেকে আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের দর বেড়ে যাওয়ার কারণে সেখানে খাদ্যসহ নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

No comments

Powered by Blogger.