বর্ণবাদী আচরণের দায়ে দক্ষিণ আফ্রিকায় চার শ্বেতাঙ্গের জরিমানা

কৃষ্ণাঙ্গদের অবদমিত করে ভিডিওচিত্র তৈরি এবং তা অনলাইনে ছেড়ে দেওয়ার দায়ে দক্ষিণ আফ্রিকার চার শ্বেতাঙ্গ নাগরিককে দুই হাজার ৭০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার সে দেশের একটি আদালতে এ রায় দেওয়া হয়েছে। অভিযুক্ত চার শ্বেতাঙ্গ আদালতে বর্ণবাদী আচরণের কথা স্বীকার করেছেন।
অভিযুক্ত চার শ্বেতাঙ্গই ইউনিভার্সিটি অব ফ্রি স্টেটের প্রাক্তন শিক্ষার্থী। একই বিশ্ববিদ্যালয়ের পাঁচজন কৃষ্ণাঙ্গ কর্মীর সঙ্গে তাঁরা বর্ণবাদী আচরণ করেছেন।
ভিডিওচিত্রে দেখা গেছে, পাঁচজন কৃষ্ণাঙ্গ কর্মীকে হাঁটু গেড়ে বসে অখাদ্য খেতে বাধ্য করা হয়েছে। ২০০৮ সালে এই ভিডিওচিত্র প্রকাশিত হলে আফ্রিকাজুড়ে বিক্ষোভ ছড়ায়।

No comments

Powered by Blogger.