বোলারদের ‘সেঞ্চুরির’ উত্সব

কলম্বো টেস্টে বোলারদের কাছে পাত্তাই পেলেন না ব্যাটসম্যানরা। এখনই ভ্রু কুঁচকে তাকাবেন না, বলা হচ্ছে সেঞ্চুরির কথা। মোটে পাঁচটি সেঞ্চুরি করেছেন দুদলের ব্যাটসম্যানরা, সেখানে বোলাররা করেছেন আটটি! তবে ঝামেলা হলো বোলারদের সেঞ্চুরিগুলো হলো রান দেওয়ার। ম্যাচের ফলাফলের মতো এখানেও দারুণ সমতা, দুদলেরই চারজন করে বোলার শতরানের বেশি দিয়েছেন। একটু এগিয়ে রাখা যায় অবশ্য শ্রীলঙ্কাকেই, তাদের একজন করেছেন রান দেওয়ার ডাবল সেঞ্চুরি। সেই একজন, সুরাজ রণদিভের আবার এটি ছিল অভিষেক টেস্ট। অভিষেকে সবচেয়ে বেশি রান দেওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটিও এখন এই অফ স্পিনারের সঙ্গী।
মাত্র ২৮ রানের জন্য ডাবল সেঞ্চুরির অনন্য ‘কৃতিত্ব’ থেকে বঞ্চিত হয়েছেন দুদলের দুজন—প্রজ্ঞান ওঝা ও অজন্তা মেন্ডিস। ৩ রানের জন্য দেড় শ হয়নি ম্যাচের অভিজ্ঞতম বোলার হরভজন সিংয়ের। ‘সেঞ্চুরিয়ান’ বাকি চারজন দুদলের নতুন বলের চার বোলার। দারুণ মিল এখানেও। ১১৭ রান দিয়েছেন অভিমন্যু মিথুন, দিলহারা ফার্নান্ডো ১১৬। নিজের শেষ ওভারে চার খেয়ে সেঞ্চুরি পূরণ হয়েছে ইশান্ত শর্মার। সেঞ্চুরি নিয়ে দোলাচলে ছিলেন ৯৬ রান দিয়ে চতুর্থ দিন শেষ করা দাম্মিকা প্রসাদ। কাল দীর্ঘ সময় বল হাতে না পাওয়ায় মনে হচ্ছিল সেঞ্চুরিটা বোধহয় আর হচ্ছে না। তবে শেষ পর্যন্ত ‘অপূর্ণ’ থাকেননি তিনিও। দুই ওভার বোলিং করে দিয়েছেন ৫ রান। তবে সবচেয়ে বেশি জ্বলুনিটা হয়তো রণদিভের হবে। অভিষেক টেস্টটার কথা মনে পড়লেই বুকে একটা চিনচিনে ব্যথা জাগবে।

No comments

Powered by Blogger.