রাজনৈতিক হস্তক্ষেপের কবলে নাইজেরিয়ান ফুটবল

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সমর্থকদের দুয়োধ্বনি, সংবাদমাধ্যমের সমালোচনার পাশাপাশি এবার সরকারের রোষাণলের শিকারও হতে হচ্ছে নাইজেরিয়ান ফুটবল দলকে। দুই বছরের জন্য আন্তর্জাতিক যে কোন প্রতিযোগিতায় নাইজেরিয়ার অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন সে দেশের প্রেসিডেন্ট গুডলাক জনাথন। প্রেসিডেন্টের যোগাযোগ বিষয়ক উপদেষ্টা ইমা নিবোরো সাংবাদিকদের জানিয়েছেন, ‘আগামী দুই বছর যে কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় নাইজেরিয়ার অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট। আর এটা করা হয়েছে নাইজেরিয়ান ফুটবলকে নতুন করে ঢেলে সাজানোর জন্য।’
কিছুদিন আগে বিশ্বকাপ ব্যর্থতার কারণ খোঁজার জন্য ফ্রান্স সরকারও কোচ রেমন্ড ডমেনেখকে বিশেষ সংসদীয় কমিশনে তলব করেছিল। ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার ফ্রান্স সরকারকে কড়াভাবে নিষেধ করে দিয়েছিলেন ফুটবল সংক্রান্ত ব্যাপারে সরকারী হস্তক্ষেপ না করার জন্য। এখন নাইজেরিয়ার সরকার প্রধানের এই সিদ্ধান্তের বিপক্ষেও হয়তো সেপ ব্লাটারকে আবার সরব হতে দেখা যাবে ।

No comments

Powered by Blogger.