তালেবানের বিরুদ্ধে বিরামহীন যুদ্ধ চলবে: পেট্রাউস

আফগানিস্তানে নবনিযুক্ত শীর্ষ মার্কিন সেনা কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাউস বলেছেন, সামনে আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তিনি তালেবানের বিরুদ্ধে বিরামহীন যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। গত মঙ্গলবার মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটির সামনে এক শুনানিতে তিনি এ কথা বলেন। এ কমিটি ওই পদে জেনারেল পেট্রাউসের নিয়োগের বিষয়টি ইতিমধ্যেই অনুমোদন করেছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে আফগানিস্তানে মোতায়েন করা মার্কিন বাহিনীর প্রধান জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালকে বরখাস্ত করে তাঁর জায়গায় জেনারেল পেট্রাউসকে নিয়োগ করেন।
সিনেট কমিটির সামনে শুনানিকালে পেট্রাউস বলেন, তাঁর মতে আফগানিস্তানে কঠিন লড়াই অব্যাহত থাকবে। এ যুদ্ধ আগামী কয়েক মাসে আরও বিস্তৃত হতে পারে, আরও প্রচণ্ড আকার ধারণা করতে পারে।
ন্যাটো ঘাঁটিতে হামলা
আফগানিস্তানে ন্যাটোর একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। গতকাল বুধবার জালালাবাদ শহরে ন্যাটোর একটি বিমানক্ষেত্রের বাইরে ওই হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে। তবে কোনো ন্যাটো সেনা হতাহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

No comments

Powered by Blogger.