বিশ্বকাপের উত্তেজনায় উইম্বলডন-যাত্রা

উইম্বলডনের ইতিহাসের সেরা ফাইনালের স্বীকৃতি পাওয়া দুই বছর আগের সেই মহাকাব্যিক ম্যাচটার কথা মনে আছে? পাঁচ সেটের এক ক্লাসিক জিতে রজার ফেদেরারের উইম্বলডন রাজত্ব দখল করেন রাফায়েল নাদাল।
বিশ্বকাপের গনগনে উত্তেজনার মাঝে দুই বছর আগের এক টেনিস ম্যাচ টেনে আনার কারণ, আজ থেকে শুরু হচ্ছে উইম্বলডন। এবং যথারীতি প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে সেই ফেদেরার-নাদাল। পুরুষ এককের মূল আলোটা তাদের ঘিরেই। ঘরের ছেলে বলে অতি-উৎসাহী ব্রিটিশ মিডিয়া তো বটেই, অন্যদের দৃষ্টিও থাকবে অ্যান্ডি মারের দিকে। মহিলা এককে উইলিয়ামস বোনেরাই টপ ফেবারিট। আলোচনায় আছেন বেলজিয়ামের দুই কামব্যাক কুইন ক্লাইস্টার্স ও হেনিন। চার বছর পর অল ইংল্যান্ড ক্লাবের সবুজ চত্বরে পা রাখবেন ক্লাইস্টার্স। স্বভাবতই আলাদা একটা উন্মাদনা ছড়াবেন এই ‘টেনিস মম’। শারাপোভা, কুজনেতসোভা, দেমেন্তিয়েভারা থাকার পরও শুরুর আগেই রাশানদের মনে একটা দুঃখ, ইনজুরির কারণে খেলতে পারছেন না দিনারা সাফিনা।

No comments

Powered by Blogger.