এশিয়া কাপে আজ শেষ ম্যাচ বাংলাদেশের

শ্রীলঙ্কার ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। পরশু শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে ভারতও। শ্রীলঙ্কার ডাম্বুলায় টুর্নামেন্টের বাকি দুই দল বাংলাদেশ ও পাকিস্তানের আজকের ম্যাচটা তাই কেবলই আনুষ্ঠানিকতা রক্ষার।
ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচে লজ্জাজনক ব্যাটিংয়ের পর আজ শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ কোনো সান্ত্বনা খুঁজে পাবে কি না কে জানে, এশিয়া কাপে দলের পারফরম্যান্সে ভীষণ হতাশই হচ্ছেন কোচ জেমি সিডন্স। হতাশাটা মূলত ব্যাটিং নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ১২৬ রানের পরাজয়ের পর কোচ বলেছেন, ‘মিডল-অর্ডারের রানটাই মাস ছয়েক ধরে আমাদের বাঁচিয়ে আসছিল। জানি না কেন, তবে দুর্ভাগ্যজনকভাবে সেটা বন্ধ হয়ে গেছে।’ তবে ধারাবাহিকভাবে রান পাওয়া ওপেনার তামিম ইকবালের কথা আলাদা করেই বলেছেন সিডন্স, ‘তামিম বিশ্বকে ক্রমাগতই দেখিয়ে চলেছে, আসলে কতটা ভালো সে। এটা দারুণ একটা ইতিবাচক দিক।’
টুর্নামেন্টের ফাইনাল ২৪ জুন। এর আগে আগামীকাল ভারত-শ্রীলঙ্কার মধ্যে হবে ফাইনালে পোশাকি মহড়া।

No comments

Powered by Blogger.