গোল করেই সুস্থতা বোঝালেন মেসি

ডিয়েগো ম্যারাডোনা বলেছেন, আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনও বলেছে—মেসির তেমন কিছুই হয়নি। এমনকি আর্জেন্টিনা দলের সিনিয়র খেলোয়াড় হুয়ান সেবাস্তিয়ান ভেরনও নিশ্চিত করেছেন, ‘মেসি ভালো আছে। স্রেফ একটা টোকা লেগেছে।’
তার পরও আর্জেন্টিনার ভক্তরা উদ্বিগ্ন। উদ্বিগ্ন হওয়ার কারণ, আর্জেন্টিনার অনুশীলনে হাভিয়ের মাচেরানোর সঙ্গে হাঁটুতে বাড়ি খেয়ে পড়ে গিয়েছিলেন। শেষমেশ সমর্থকদের উদ্বেগ কমাতে মেসি নিজেই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছেন, তিনি ভালো আছেন, ‘স্রেফ একটা আঁচড় লেগেছিল।’
মুখের কথায় সমর্থকেরা সন্তুষ্ট না হলেও সমস্যা নেই। মেসি কাল একটা অনুশীলন ম্যাচে গোল করেই নিজের সুস্থতা প্রমাণ করেছেন। ম্যাচটি ছিল আর্জেন্টিনার যুবদলের বিপক্ষে। দুটো গোল করেছেন আর্জেন্টিনার আরেক তারকা স্ট্রাইকার কার্লোস তেভেজ। ম্যারাডোনার মুখে হাসি ফোটাতে একটা গোল করেছেন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়াও।
আক্রমণভাগের খেলোয়াড়েরা মিলে ম্যারাডোনাকে অন্তত একটা স্বস্তি এনে দিতে পারছেন। মেসি-তেভেজ-হিগুয়েইন-মিলিতোদের এই আক্রমণভাগকেই এবার বিশ্বকাপে সবচেয়ে ভয়ংকর বলা হচ্ছে। কিন্তু এদের দেখেও নাকি ভয় পাচ্ছেন না চিদি ওদিয়াহ।
ওদিয়াহর দল নাইজেরিয়াকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আর্জেন্টিনার মুখোমুখি হতে হচ্ছে। স্বাভাবিক হিসেবে ওদিয়াহদের ভয় পাওয়ার কথা মেসিদের নাম শুনেই। কিন্তু সিএসকেএ মস্কোর এই ফুটবলার বলছেন, তাঁরা মেসিকে ভয় পাচ্ছেন না। আর্জেন্টিনার বিপক্ষে ভালো খেলার ক্ষমতা তাদের আছে, ‘সবাই মেসির কথা বলছে। শুধু মেসি কেন, ওদের দলে তেভেজ, আগুয়েরোর মতো খেলোয়াড়ও আছে। এটা ঠিক, ওরা একটা গ্রেট দল। কিন্তু আমরাও ভালো দল। আমরা আমাদের ফুটবল খেলব। আমার মনে হয়, আর্জেন্টিনার বিপক্ষে ভালো খেলার জন্য যা দরকার, আমাদের আছে।’

No comments

Powered by Blogger.