অগ্রগতি ছাড়াই মধ্যপ্রাচ্যশান্তি আলোচনা শেষ

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনা কোনো ধরনের অগ্রগতি ছাড়াই শেষ করেছেন মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন দূত জর্জ মিচেল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের প্রতি তাদের ইতিবাচক মনোভাব রয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে গত বৃহস্পতিবার থেকে গতকাল রোববার পর্যন্ত কয়েক দফায় সাড়ে তিন ঘণ্টা বৈঠক করেন মার্কিন দূত মিচেল। গত সপ্তাহে তিনি ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন।
পরোক্ষ এই আলোচনা চার মাস চলবে। এতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে বিরাজমান সীমান্ত, জেরুজালেম ও শরণার্থী সমস্যা নিয়ে আলোচনা হবে।
আপাতত কোনো অগ্রগতি না হলেও পরোক্ষ এ আলোচনা উভয় পক্ষকে প্রত্যক্ষ আলোচনার দিকে এগিয়ে নিয়ে যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে।

No comments

Powered by Blogger.