যুক্তরাজ্যে পুলিশের জন্য প্যাডেল-চালিত টহল গাড়ি

অপরাধ দমনের হাতিয়ার হিসেবে এবার প্যাডেল-চালিত টহল গাড়ির সংযোজন ঘটল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে। এই টহল গাড়িতে নীল রংয়ের উজ্জ্বল আলো ও পাগলা ঘণ্টির ব্যবস্থাও রয়েছে। পুলিশ বিভাগের কর্মকর্তারা আশা করছেন, নতুন এই যান সমাজবিরোধী কার্যকলাপ দমনে তাঁদের কাজে আসবে। যুক্তরাজ্যের হ্যাম্পশায়ার কনস্টাবুলারি বাহিনীর পুলিশ গাড়িটি ব্যবহার করা শুরু করেছে।
প্যাডেল-চালিত এই গাড়ির শক্তির মূল উৎস একটি ব্যাটারি। পাঁচটি গিয়ারবিশিষ্ট এই গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০ মাইল। যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের রিংউড কম্প্রিহেনসিভ স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গাড়িটি তৈরি করেছেন পিসি কিথ ওয়ালার নামে একজন বিজ্ঞানী। গাড়িটি তৈরি করতে তাঁর ৪০ ঘণ্টা সময় লেগেছে।
ওয়ালার বলেন, এ ধরনের কাজে শিশুদের যুক্ত করার মাধ্যমে তাদের জন্য কিছু করা হয়। এতে তারা সমাজবিরোধী আচরণ থেকে বিরত থাকে। আগামী ১১ জুলাই রিংউডে ব্রিটিশ পেডাল কার গ্রাঁ প্রিঁ প্রতিযোগিতায় তার এই গাড়ি নিয়ে অংশ নেওয়ার আশা প্রকাশ করেছেন ওয়ালার

No comments

Powered by Blogger.