নিউইয়র্কে ব্যর্থ বোমা হামলার সঙ্গে পাকিস্তানি তালেবান জড়িত

মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিখ হোল্ডার বলেছেন, নিউইয়র্কের টাইমস স্কয়ারে ব্যর্থ গাড়িবোমা হামলার পেছনে হাত ছিল পাকিস্তানি তালেবানের। এ সংক্রান্ত প্রমাণ তাঁরা পেয়েছেন। গতকাল রোববার এবিসি টেলিভিশনের একটি টক শোতে তিনি এ কথা বলেন।
হোল্ডার জানান, ওই জঙ্গি সংগঠনটি বোমা হামলার ষড়যন্ত্রের পেছনে কলকাঠি নেড়েছে। সম্ভবত অর্থের জোগানদাতাও ছিল তারা। মুসলিম জঙ্গিদের দমনে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া না হলে পাকিস্তানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে—নিউইয়র্ক টাইমস-এ যুক্তরাষ্ট্রের এ ধরনের হুঁশিয়ারির কথা প্রকাশিত হওয়ার একদিনের মাথায় হোল্ডার এ কথা বললেন। তিনি আরও বলেন, ব্যর্থ বোমা হামলার তদন্তের ব্যাপারে পাকিস্তান যেভাবে সহযোগিতা করছে, প্রেসিডেন্ট ওবামা তাতে সন্তুষ্ট।

No comments

Powered by Blogger.