প্রিন্স হ্যারিকে আল-কায়েদার হুমকি

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা ব্রিটেনের প্রিন্স হ্যারিকে অপহরণের হুমকি দিয়েছে। তারা বলেছে, প্রিন্স হ্যারি অ্যাপাচি হেলিকপ্টারে করে আফগানিস্তান গেলে তাঁকে অপহরণ করা হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ব্রিটিশ পত্রিকা সানডে এক্সপ্রেসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, আল-কায়েদা বলেছে, ‘প্রিন্স হ্যারিকে বহনকারী অ্যাপাচি হেলিকপ্টারকে ভূপাতিত করে তাঁকে অপহরণ করা হবে। হ্যারিকে অপহরণের বিষয়টা হবে দারুন।’ আল-কায়েদার আরবি ভাষার একটি ওয়েবসাইটে এ কথা বলা হয়েছে।
সংগঠনটির আরেকটি ওয়েবসাইটে বলা হয়েছে, ‘প্রিন্স হ্যারিকে মুজাহিদরা আটক করার বিষয়টা হবে বিশাল।’
হেলিকপ্টারে করে শত্রুপক্ষের ওপর হামলা চালানোর প্রশিক্ষণ নেওয়ার জন্য ব্রিটিশ সেনাবাহিনী প্রিন্স হ্যারিকে অনুমোদন দিয়েছে। গত শুক্রবার তারা এ অনুমোদন দেয়।
ধারণা করা হচ্ছে, প্রিন্স হ্যারির সামরিক প্রশিক্ষণের এই উচ্চাভিলাষই আল-কায়েদাকে ক্ষুব্ধ করে তুলেছে।
আল-কায়েদার ওয়েব ফোরাম সংগঠনটির ব্রিটিশ অনুসারীদের মধ্যে খুবই জনপ্রিয়। এই অনুসারীরা একটি ভিডিও প্রকাশ করেছে। এতে পাকিস্তানভিত্তিক তালেবানের একজন মুখপাত্র সম্প্রতি নিউইয়র্কের টাইমস স্কয়ারে ব্যর্থ গাড়িবোমা হামলার দায়দায়িত্ব স্বীকার করেছেন।

No comments

Powered by Blogger.