ছাইয়ের কারণে ইউরোপে ফের ফ্লাইট বিপর্যয়

আইসল্যান্ডের আগ্নেয়গিরি এয়াকিউয়াতলুয়োকুটলের অগ্ন্যুৎপাতে সৃষ্ট ছাইয়ের কারণে ইউরোপে আবারও ফ্লাইট বিপর্যয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার থেকে ফের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।
অগ্ন্যুৎপাতের কারণে স্পেন, ফ্রান্স, ইতালি ও পর্তুগালে শত শত ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। শুধু স্পেনেরই ২০টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। তবে গতকাল রোববার থেকে স্পেনের বিমান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার রাতে অগু্ন্যৎপাত শুরু হওয়ার পর ওই দিনই আয়ারল্যান্ড ও ফারো আইল্যান্ডের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনেক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়।
ফ্রান্স কর্তৃপক্ষ বলেছে, ছাইয়ের কারণে নাইস বিমানবন্দরের ২০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এসব ফ্লাইটের অধিকাংশই ব্রিটিশ কোম্পানি ইজিজেটের।
পর্তুগালের উত্তরাঞ্চলের শহর পোর্তো অভিমুখে সব ফ্লাইট গতকাল স্থগিত করা হয়।

No comments

Powered by Blogger.