মার্কিন প্রতিনিধি পরিষদে ইরানের ওপর অবরোধ প্রস্তাব অনুমোদন

ইরানের ওপর অবরোধ আরোপের একটি প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এই প্রস্তাবে ইরানের জ্বালানি খাতের সঙ্গে বাণিজ্য ও তেহরানের কাছে স্পর্শকাতর সামরিক প্রযুক্তি বিক্রিসংক্রান্ত চুক্তি করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার ৪১৬-১ ভোটে প্রস্তাবটি অনুমোদন করা হয়।
প্রস্তাবের লেখক প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় সদস্য রন ক্লেইন বলেন, এখন যেকোনো একটি পথ বেছে নিতে হবে—কোম্পানিগুলো ইরানের দুষ্ট শাসক শ্রেণীকে সমর্থন জানাবে অথবা মার্কিন সরকারের সঙ্গে ব্যবসা করবে। দুটো এক সঙ্গে সম্ভব নয়।
ক্লেইনের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র ব্যবসাসংক্রান্ত চুক্তি করতে কোম্পানিগুলোর পেন্টাগনকে (মার্কিন সেনাসদর) আশ্বস্ত করতে হবে, তারা ইরানের সঙ্গে ব্যবসা করছে না। প্রস্তাবটি এখন মার্কিন সিনেটে তোলা হবে। সেখানে অনুমোদন পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এটিতে সই করলে তা আইনে পরিণত হবে।

No comments

Powered by Blogger.