নোবেল পুরস্কারের অর্থ এখনো নেননি বারাক ওবামা

শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণের তিন মাস পরও পুরস্কারের প্রায় ১৪ লাখ মার্কিন ডলার এখনো গ্রহণ করেননি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল বুধবার হোয়াইট হাউসের প্রেস সচিব রবার্ট গিবস সাংবাদিকদের এ তথ্য জানান।
নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গিবস বলেন, প্রেসিডেন্ট ওবামা এখনো নোবেল কমিটির কাছ থেকে ওই অর্থ চাননি। আমার ধারণা, পুরস্কারের অর্থ নোবেল কমিটির কাছেই আছে।
বারাক ওবামার পুরস্কার গ্রহণের পর হোয়াইট হাউস জানায়, পুরস্কারের অর্থ মানবসেবায় ব্যয় করা হবে। রবার্ট গিবস বলেন, আমরা ওই বিষয়টি নিয়ে কাজ করছি।
২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে গত ৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নাম ঘোষণা করা হয়। ১৩ অক্টোবর রবার্ট গিবস সাংবাদিকদের জানান, পুরস্কারের অর্থ মানবসেবায় ব্যয় করা হবে। তবে কোথায় এবং কীভাবে এ অর্থ মানবসেবায় ব্যয় করা হবে সে বিষয়ে প্রেসিডেন্ট ওবামা কাউকে কিছু বলেননি।

No comments

Powered by Blogger.