থাকসিনের সম্পদ বাজেয়াপ্ত করেছেন থাই সুপ্রিম কোর্ট

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ১৪০ কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত করার পক্ষে আদেশ দিয়েছেন থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট; যা তাঁর জব্দ করে রাখা সম্পদের অর্ধেকেরও বেশি। গতকাল শুক্রবার আদালত ওই রায় দেন।
আদালতের রায়ে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা টেলিযোগাযোগ কোম্পানিতে তাঁর অংশীদারি থাকার বিষয়টি গোপন করেছেন। তাঁর ২৩০ কোটি ডলারের সম্পদ জব্দ করা হবে কি না, এ-সম্পর্কিত রায় দেওয়ার সময় আদালত এ কথা বলেন।
আদালতের রায় থাকসিনের বিপক্ষে গেলে তাঁর সমর্থকেরা সহিংস প্রতিক্রিয়া জানাতে পারেন—এই আশঙ্কায় দেশজুড়ে হাজার হাজার সেনাসদস্য ও পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম দিনটিকে ‘জাজমেন্ট ডে’ হিসেবে বর্ণনা করেছে।
নয় বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টায় রায় পড়তে শুরু করেন। আদালতে থাকসিনের পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। আইনজীবীরা তাঁর প্রতিনিধিত্ব করেন।
দুইবার নির্বাচিত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। দুর্নীতির দায়ে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ড এড়াতে থাকসিন এখন স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।

No comments

Powered by Blogger.