ধর্মযুদ্ধের আহ্বান গাদ্দাফির

কূটনৈতিক বিরোধের জের ধরে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ধর্মযুদ্ধের ডাক দিয়েছেন লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি। গত বৃহস্পতিবার এক ধর্মীয় জনসভায় ভাষণ দেওয়ার সময় এ আহ্বান জানান তিনি। গাদ্দাফির এ আহ্বানকে ‘অগ্রহণযোগ্য’ বলেছেন জাতিসংঘের মহাপরিচালক সের্গেই ওরদঝোনিকিদজে।
সুইজারল্যান্ড এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সুইজারল্যান্ডের একটি হোটেলে দুজন কর্মচারীকে মারধরের অভিযোগে গাদ্দাফির ছেলে ও ছেলেবউকে গ্রেপ্তারের জেরে ২০০৮ সাল থেকে লিবিয়ার সঙ্গে সুইজারল্যান্ডের কূটনৈতিক সংকট শুরু হয়। এর প্রতিক্রিয়ায় লিবিয়া সুইজারল্যান্ডে তেল সরবরাহ কমিয়ে দেয় এবং সুইস ব্যাংকগুলো থেকে তহবিল সরিয়ে নেয়।

No comments

Powered by Blogger.