আইসিসির চেয়ারে হাওয়ার্ড

ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী হিসেবেই তাঁকে চিনত সবাই। শুধু দেশে নয়, দেশের বাইরেও ক্রিকেট দেখতে মোটামুটি নিয়মিতই মাঠে আসতেন। দ্য মেলবোর্ন এজ পত্রিকার খবর সত্যি হলে জন হাওয়ার্ড এবার আরও ঘনিষ্ঠ হতে যাচ্ছেন ক্রিকেটের সঙ্গে। ২০১২ সাল থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে দেখা যেতে পারে সাবেক অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীকে।
আইসিসির প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয় পালাক্রমে সব অঞ্চল থেকেই। ২০১২ সালে নিয়োগ দেওয়া হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড থেকে। আগামী মাসেই একজনের নাম প্রস্তাব করবে দেশ দুটি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং হাওয়ার্ড—কোনো পক্ষ থেকেই অবশ্য খবরটি নিশ্চিত করা হয়নি, আবার উড়িয়েও দেওয়া হয়নি। স্যার রবার্ট মেনজিসের পর হাওয়ার্ডই অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন (১৯৯৬ থেকে ২০০৭)। এখন তিনি ব্র্যাডম্যান ফাউন্ডেশনের পরিচালক, ২০০৭ সালের নির্বাচনে পরাজয়ের পর আনুষ্ঠানিক দায়িত্ব পালন করেছেন শুধু এই একটিই।

No comments

Powered by Blogger.