অস্ট্রেলিয়ায় আবারও দুই ভারতীয়ের ওপর হামলা

অস্ট্রেলিয়ায় গত দুই দিনে নতুন করে আরও দুই ভারতীয় নাগরিক শারীরিক হামলার শিকার হয়েছেন। কুইন্সল্যান্ড প্রদেশের ব্রিজবেন শহরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলা বর্ণবাদী নয়। প্রধানমন্ত্রী কেভিন রাড এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
আক্রমণের শিকার দুই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। জানানো হয়েছে, একজনের বয়স ২৮ বছর ও অপরজনের ২৫। পুলিশের সূত্র জানিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে ব্রিজবেনের ম্যাকগ্রেগর এলাকায়। সেখানে নিজের বাসার অদূরে একটি টেলিফোন বক্সে কথা বলার সময় ২৫ বছরের ওই ব্যক্তির মাথায় ঘুষি মারা হয়। আক্রমণকারী তাঁর টাকা রাখার থলে নিয়ে চম্পট দেয়।
আর আগে গতকাল সকালে ব্রিজবেনের দক্ষিণাঞ্চলীয় ক্যারিড্যাল এলাকায় ভারতীয় ট্যাক্সিচালকের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে তাঁর মুখে কয়েক দফা ঘুষি মারে দুই ব্যক্তি। এ সময় তাঁর ট্যাক্সির কাচ ভাঙচুর করা হয়।
পুলিশ জানিয়েছে, এ দুটি হামলার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, এগুলো বর্ণবাদী আক্রমণ ছিল না। পিটিআই।

No comments

Powered by Blogger.