বছরের শুরুতে প্রত্যয়ী নন নাদাল

নতুন বছরটা কেমন যাবে রাফায়েল নাদালের?
উত্তরটা সময়ের হাতে। তবে বছরের শুরুতে নিজেকে খুব একটা প্রত্যয়ী মনে হচ্ছে না স্পেনের টেনিস তারকাকে। ‘যে অবস্থায় গত বছরটা শুরু করেছিলাম, এবার তার চেয়ে একটু খারাপ অবস্থায়ই আছি বলে মনে করি আমি’—স্প্যানিশ ক্রীড়া দৈনিক এসএ-কে বলেছেন নাদাল।
স্বীকার করেছেন প্রস্তুতিতে একটু ঘাটতি আছে, তবে এটি তাঁর জয়ের ক্ষুধাকে প্রভাবিত করার মতো নয়। নাদালের ভাষায়, ‘ফলাফল যা হয় হবে, তবে আমি তো চাইব সবগুলো টুর্নামেন্টই জিততে। সব টুর্নামেন্টেই সেরাটা খেলার চেষ্টা থাকবে আমার।’
দারুণ একটা সম্ভাবনা নিয়েই গত বছরটা শুরু করেছিলেন নাদাল। আগের বছর ফ্রেঞ্চ ওপেনে নিজের আধিপত্য ধরে রেখে উইম্বলডনে রাজ্যছাড়া করেছিলেন রজার ফেদেরারকে। ২০০৯-এ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সবাই যখন ধরেই নিয়েছিলেন নাদালের আধিপত্যই দেখা যাবে টেনিসে, তখনই ছন্দপতনের শুরু। আর একটিও গ্র্যান্ড স্লাম জিততে পারেননি। এর পেছনে ইনজুরিরও রয়েছে বড় ভূমিকা। হাঁটু আর পেটের পীড়ায় ভুগেছেন তিনি। মৌসুমের মাঝামাঝি সময়ে তিন মাস থেকেছেন টেনিস সার্কিটের বাইরে। গত বছর তাঁর পাঁচটি শিরোপার শেষেরটি এসেছিল এপ্রিলে। এর পরই তো ইনজুরির থাবা। কোর্টে ফিরে এলেও নিজের ছায়া হয়েই থেকেছেন নাদাল। লন্ডনে বছর শেষের এটিপি টুর্নামেন্টে হেরেছেন টানা তিন ম্যাচে। তবে এসব তাঁর ২০১০ টেনিস পরিকল্পনাকে প্রভাবিত করবে না বলেই বিশ্বাস নাদালের।

No comments

Powered by Blogger.