ফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন মিরিনায়ে

ফিলিপাইনে আবারও টাইফুন আঘাত হেনেছে। টাইফুন মিরিনায়ের প্রভাবে সেখানে টানা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির পানিতে ভেসে গেছে অনেক এলাকা। ফুঁসে ওঠা পানির তোড়ে ভেসে গেছে একটি সেতু। ঝোড়ো হাওয়ায় উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি ও গাছপালা। গতকাল শনিবার কর্মকর্তারা এ কথা জানান।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। পানির তোড়ে তাঁর বাড়ি ভেসে গেছে। রাজধানী ম্যানিলার দক্ষিণে পানির তোড়ে ভেসে গেছে একটি সেতু। এ ঘটনায় নিখোঁজ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে আর কেউ নিখোঁজ রয়েছে কি না, সেটা পরিষ্কার নয়।
প্রবল বাতাসে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। এতে রাজধানী ম্যানিলার অংশবিশেষ এবং আশপাশের বেশ কিছু এলাকায় বিদ্যুত্ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

No comments

Powered by Blogger.