ভাগ্যবানই বটে র্যান্ডি ব্রেসনিক। চিকিত্সকেরা গত বছর বলেছিলেন তিনি বাবা হতে পারবেন না। কিন্তু কয়েক মাস পরই র্যান্ডির স্ত্রী রেবেকা বুর্গিন অন্তঃসত্ত্বা হন। মার্কিন নভোচারী র্যান্ডি এখন আকাশে বসেই আরও একটা দারুণ খবর পেলেন, শিগগিরই কন্যাসন্তানের বাবা হতে যাচ্ছেন তিনি। র্যান্ডি বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন। তাঁর বাবা হওয়ার আনন্দঘন মুহূর্তটির জন্য পুরো নাসা পরিবার এখন অধীর অপেক্ষায়।
মার্কিন মহাকাশ সংস্থা নাসার কর্মকর্তারা জানিয়েছেন, ‘র্যান্ডির কন্যাসন্তান যেকোনো সময়ই পৃথিবীর মুখ দেখতে পারে। সম্ভবত আজ রাতেই (শনিবার) র্যান্ডি তাঁর বাবা হওয়ার সুখবরটি পাবেন।’
চিকিত্সকদের কথামতো সন্তান লাভ করতে পারবেন না ভেবে র্যান্ডি ও তাঁর স্ত্রী গত বছর ইউক্রেন থেকে একটি পুত্রসন্তান দত্তক নেন। কিন্তু এর মাস কয়েক পরই রেবেকা মা হওয়ার সুখবর দেন।
র্যান্ডি হবেন দ্বিতীয় বাবা, যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানকালে বাবা হওয়ার খবর পাবেন। এর আগে ২০০৪ সালে নভোচারী মাইকেল ফিঙ্কি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বসে বাবা হওয়ার সুখবর পান।

No comments

Powered by Blogger.