মিয়ানমারে বিডিআর-নাসাকা পতাকা বৈঠক শুরু

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক আজ বুধবার সকাল সোয়া ১০টায় শুরু হয়েছে।
এর আগে সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ প্রতিনিধিদল টেকনাফ নৌবন্দরের জেটিঘাট থেকে মিয়ানমারের উদ্দেশে রওনা হয়।
বৈঠকে ১১ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন টেকনাফের ৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন ।
মোজাম্মেল হোসেন বলেন, বৈঠকে সীমান্তে মিয়ানমারের কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ, চোরাচালান, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে সীমান্তে সেনা সমাবেশ, মিয়ানমার কারাগারে আটক বাংলাদেশি জেলেদের মুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
আমাদের টেকনাফ প্রতিনিধি জানান, গতকাল রাত আটটার দিকে বাংলাদেশ সীমান্ত থেকে মাছ ধরার সময় আটটি নৌকাসহ আট জেলেকে নিয়ে যায় নাসাকা বাহিনী। পরে আট জেলেকে ফেরত পাঠানো হলেও নৌকাগুলো দেয়নি। আজকের পতাকা বৈঠকে এ বিষয়েও জোরালো প্রতিবাদ জানানো হবে।

No comments

Powered by Blogger.