পশ্চিমবঙ্গে থানায় মাওবাদীদের হামলা, নিহত ১

পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার সাঁকরাইল থানায় গতকাল মঙ্গলবার মাওবাদীরা হামলা চালিয়েছে। এতে একজন নিহত হয়েছেন। মাওবাদীরা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় হামলা চালালেও থানায় আক্রমণ করল এই প্রথম।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মাওবাদীদের ৫০ জনের সশস্ত্র একটি দল অতর্কিতে হামলা চালায় সাঁকরাইল থানায়। উড়িষ্যা থেকে আসা এ দলটি স্থানীয় মাওবাদীদের সহযোগিতায় এই হামলা চালায়। এতে থানার দ্বিতীয় কর্মকর্তা দিবাকর ভট্টাচার্য নিহত হন। মাওবাদীরা থানার ওসি অতীন্দ্রনাথ দত্ত এবং এএসআই স্বপন রায়কে তুলে নিয়ে যায় মোটরসাইকেলে করে। তারা লুট করে নেয় থানার অস্ত্র।
থানা লুটপাট করে মাওবাদীরা পাশের একটি ব্যাংকে হামলা চালায়। সেখান থেকে তারা টাকা-পয়সা লুটপাট করে নেয়। এর পর আশপাশে থাকা জঙ্গলের দিকে চলে যায় মাওবাদীরা। কেউ যাতে ধাওয়া করতে না পারে, সে জন্য ফিরে যাওয়ার সময় তারা থানার সামনের রাস্তায় ভূমিমাইন ফেলে যায়।

No comments

Powered by Blogger.