ম্যাডোনার বিরুদ্ধে মামলা

পপতারকা ম্যাডোনার রেওয়াজে বিরক্ত হয়ে তাঁর এক প্রতিবেশী নিউইয়র্কের সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দিয়েছেন।
কারেন জর্জ নামের ওই মামলাকারী অভিযোগপত্রে বলেছেন, ‘রেওয়াজের সময় ম্যাডোনা ও তাঁর আমন্ত্রিত অতিথিরা নাচ-গান করে হৈহুল্লোড়ে মেতে থাকেন। ম্যাডোনা উচ্চ আওয়াজে গানের রেওয়াজ করেন।’
ম্যানহাটনের ভবন ব্যবস্থাপনা কোম্পানির বিরুদ্ধেও মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন কারেন জর্জ। এ ব্যাপারে তিনি বলেন, বিরক্তের উদ্রেক করে ম্যাডোনার এমন কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। তবে এ ব্যাপারে ম্যাডোনা ও ভবন ব্যবস্থাপনা কোম্পানির মুখপাত্ররা কোনো মন্তব্য করেননি।
কারেন জর্জ বলেন, ম্যাডোনা রেওয়াজ করার সময় উচ্চ শব্দের কারণে তিনি ঘর ছেড়ে যেতে বাধ্য হন। কারণ বাদ্যযন্ত্রের প্রচণ্ড আওয়াজে তাঁর সমস্যা হয় এবং ভবনের দেয়ালে স্পন্দনের সৃষ্টি করে, যা তিনি সহ্য করতে পারেন না। তিনি জানান, ২০০৮ সালেও তিনি একবার অভিযোগ করেছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

No comments

Powered by Blogger.