মৃতদেহ থেকে বিদ্যুত্ উত্পাদনের পরিকল্পনা তাইওয়ানের

মরদেহ পোড়ানোর চুল্লি থেকে নির্গত ধোঁয়া প্রক্রিয়াজাত করার মাধ্যমে বিদ্যুত্ উত্পাদন করা হবে। আর সেই বিদ্যুত্ দিয়ে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা চালানোর পরিকল্পনা করছে তাইওয়ানের মরদেহ দাহকারী একটি প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা এ কথা জানান। সমালোচকেরা বলছেন, এই পদক্ষেপ মৃতের শোকাহত আত্মীয়স্বজনের কাছে বেদনাদায়ক হতে পারে। এএফপি।
মরদেহ দাহকারী প্রতিষ্ঠান দি তাইপে মরচুয়ারি সার্ভিস অফিস এই প্রযুক্তির জন্য দুই লাখ ৪০ হাজার ডলার বিনিয়োগ করেছে। এই প্রযুক্তির সাহায্যে দাহকার্য থেকে উদ্ভূত ধোঁয়া প্রক্রিয়াজাত করে বিদ্যুতে রূপান্তর করা হবে।
রাজধানী তাইপের উপকণ্ঠে দি তাইপে মরচুয়ারি সার্ভিসের কার্যালয়ের তৃতীয় তলায় স্থাপিত নতুন শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থার জন্য এই প্রক্রিয়া থেকে উত্পাদিত বিদ্যুত্ ব্যবহারের পরিকল্পনা করছে প্রতিষ্ঠান

No comments

Powered by Blogger.