ভারতের প্রতি আকরামের কৃতজ্ঞতা

চেন্নাইয়ের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই ওয়াসিম আকরামের। ১৯৯৯ সালে এই চেন্নাইয়েই ভারতকে উত্তেজনাপূর্ণ টেস্টে হারানোর পর পরাজয়ের দুঃখ ভুলে স্বাগতিক দর্শকদের কাছ থেকে স্মরণীয় অভিবাদন পেয়েছিলেন তখনকার পাকিস্তান অধিনায়ক। দশ বছর পর চেন্নাই আবারও কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করল ওয়াসিমকে। এখানকার হাসপাতালে চিকিত্সা চলছে তাঁর স্ত্রী হুমার। জীবন সংকটাপন্ন স্ত্রীর জন্য বিশ্ববাসী, বিশেষ করে ভারতের সবার শুভকামনায় মুগ্ধ আকরাম বলছেন, ‘বিশ্বের প্রায় সব জায়গা থেকে, বিশেষ করে ভারতের মানুষের কাছ থেকে আমার স্ত্রীর প্রতি যে সমবেদনা আমি পেয়েছি, সেটি আমাকে আবেগাপ্লুত করেছে।’
ব্রেন টিউমারের চিকিত্সা চলছিল হুমার। পরিস্থিতি অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য লাহোর থেকে বিমানে করে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল সিঙ্গাপুরে। মাঝখানে জ্বালানি নিতে চেন্নাইয়ে থেমেছিল বিমান। তখন হুমার পরিস্থিতির এতটাই অবনতি হয় যে এয়ার অ্যাম্বুলেন্সের চিকিত্সকেরা তাঁকে তাত্ক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করাতে বলেন। পরে আকরাম তাঁকে ভর্তি করান চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে। গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করানোর পর চিকিত্সকদের অক্লান্ত প্রচেষ্টায় হুমার কিছুটা উন্নতি হয়েছে। যদিও বিপদ এখনো কাটেনি।
হুমাকে বিমানবন্দর থেকে দ্রুত হাসপাতালে নেওয়ার অনুমতি দেওয়া ভারত সরকারের প্রতিও কৃতজ্ঞ আকরাম, ‘ঈশ্বর অনেক মহান। ভালো খবরটি হলো, হুমার পরিস্থিতি আপাতত স্থিতিশীল আছে। ওকে এখনো নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিত্সকেরা। আমাদের ভারতে প্রবেশ করার অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই এখানকার হাসপাতাল কর্তৃপক্ষকে, যারা অত্যন্ত দ্রুততার সঙ্গে হুমার চিকিত্সার ব্যবস্থা করেছে।’

No comments

Powered by Blogger.