জঙ্গি হামলায় পাকিস্তানে ২৩ জন নিহত

পাকিস্তানের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার জঙ্গি হামলায়২৩ জন নিহত হয়েছে। রাজধানী ইসলামাবাদের কাছে কামরা শহরে একটি বিমান ঘাঁটির কাছে আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। আফগান সীমান্তের কাছে আদিবাসী অধ্যুষিত মোহমান্দে একটি ট্যাংক বিধ্বংসী মাইনের বিস্ফোরণে১৫ জন নিহত এবংআহত হয়েছে ছয়জন। এদিকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোরায়ার শহরে একটি গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। এতে ১৫ জন আহত হয়। এ নিয়ে গত ১৯ দিনে জঙ্গি হামলায় পাকিস্তানে প্রায় ২০০ জন নিহত হয়েছে।
কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার ইসলামাদের ৬০ কিলোমিটার পশ্চিমে কামরা শহরে অবস্থিত পাকিস্তান অ্যারোনোটিক্যাল কমপ্লেক্স (পিএসি)-এর কাছে আত্মঘাতীবোমা হামলা চালানো হয়। এ ঘটনায় নিহত আটজনের মধ্যে পাকিস্তান বিমান বাহিনীর দুজন সদস্য রয়েছেন। বাকিরা বেসামরিক নাগরিক।
বিমানবাহিনীর বিবৃতিতে জানানো হয়, কামরায় বিমানঘাটির কাছের তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বিমানবাহিনীর ১৫ জন সদস্য আহত হয়েছেন এবং দুজন মারা গেছেন।
মোহমান্দে সোরান্দারা এলাকায় একটি বরযাত্রীবাহী মিনিবাসে ট্যাংক বিধ্বংসী মাইনের বিস্ফোরণ ঘটে। এতে ১৫ জন নিহত হয়। স্থানীয়প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা মাকসুদ খান জানান, বিস্ফোরণেনিহতদের বেশির ভাগই নারীও শিশু।
এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, পেশোয়ারের হায়াতাবাদ জেলায় চালানো গাড়িবোমা হামলায় ১৫ জন আহত হয়েছে। পুলিশ কর্মকর্তা ফজল-ই-আমিন বলেন, হায়াতাবাদের একটি রেস্তোরাঁর গাড়ি রাখার স্থানে ওই গাড়ি বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এতে রেস্তোরাঁটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
এসব হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও কর্তৃপক্ষের ধারণা, আল-কায়েদা ও তালেবান জঙ্গিরাই এসব হামলার সঙ্গে জড়িত।

No comments

Powered by Blogger.