ম্যারাডোনা বলছেন, বলছেন ব্রাজিলীয়রাও

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা জিতবে—আর্জেন্টিনা কোচ ডিয়েগো ম্যারাডোনা এ ঘোষণা আগেও দিয়েছেন, আবারও দিলেন। অথচ আর্জেন্টিনা দলে ইনজুরির থাবা। হুয়ান সেবাস্তিয়ান ভেরন, সেবাস্তিয়ান বাত্তাগলিয়া খেলতে পারবেন কি না ঠিক নেই। সন্দেহ আছে জোনাস গুতিয়েরেজকে নিয়েও। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পারফরম্যান্সও ভালো নয়। এর পরও ম্যারাডোনা এমন ঘোষণা কীভাবে দেন? উত্তরটা তাঁর মুখ থেকেই শুনুন, ‘ব্রাজিলের বিপক্ষে অন্য সব ম্যাচের মতো এটাও অনেক কঠিন হবে। তবে অনুপ্রেরণার কারণে আমরা ওদের হারিয়ে দিতে পারব।’
ম্যারাডোনার এই অনুপ্রেরণাটা আসলে কী? বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর্জেন্টিনা। এ অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে চারটি দল। পঞ্চম স্থানে থাকা দলটিকে প্লে-অফ ম্যাচ খেলে পেতে হবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি হেরে গেলে প্লে-অফ খেলার শঙ্কা থাকছে আর্জেন্টিনার। কারণ ওপরের দিকের পাঁচটি দল গায়ে গা ঘেঁষেই এগোচ্ছে।
পাঁচটি দলকে বিচ্ছিন্ন করেছে মাত্র ৭ পয়েন্ট। ২৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা চিলির পয়েন্ট ২৬। আর তৃতীয় স্থানে প্যারাগুয়ে (২৪)। ২২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার পরেই আছে ইকুয়েডর (২২)। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার ’৭৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য হোর্হে অলগুইন বলেছেন, এ ম্যাচে আর্জেন্টিনাই চাপে থাকবে। তাঁর বাজিটাও ব্রাজিলের পক্ষেই। ম্যারাডোনা অবশ্য এটিকেই প্রেরণা উল্লেখ করে ক্যানাল সেভেনকে বলেছেন, ‘আমরা তাদের হারাতে পারলেই বিশ্বকাপে চলে যাব।’
লুসিও ডিফেন্ডার। আক্রমণ সামলানোই কাজ তাঁর। মাঠেও ব্রাজিলীয় অধিনায়ক সব সময়ই ঠান্ডা মাথার লোক। মাঠের বাইরে ম্যারাডোনার কথার আক্রমণটাও ভালোই রক্ষণ করেছেন তিনি, ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে উসকানি থাকবেই। কে কী কাজ করেছে, তা মাঠেই দেখাতে হবে আপনাকে।’
আর্জেন্টিনার বিপক্ষে জিতলে দক্ষিণ আফ্রিকার টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলেরও। দলীয় এই অর্জনের সঙ্গে ব্যক্তিগত কিছু হিসাব মেলানোরও আছে ব্রাজিল খেলোয়াড়দের। ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা প্রায় পাঁচ মাস পর আবার আদ্রিয়ানোকে দলে নিয়েছেন। এ ম্যাচটাতে ভালো করতে উন্মুখ হয়ে আছেন বর্তমানে ফ্লামেঙ্গোতে খেলা সাবেক ইন্টার মিলান স্ট্রাইকার, ‘এ ম্যাচটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি জানি, আমার দায়িত্ব কী।’
ম্যারাডোনাকে সবচেয়ে ভালো জবাবটা অবশ্য দিয়েছেন ব্রাজিলীয় গোলরক্ষক হুলিও সিজার, ‘ম্যারাডোনা খেলোয়াড় হিসেবে যত ভালো ছিলেন, কোচ হিসেবে শনিবার (৫ সেপ্টেম্বর) ততটা ভালো বলে প্রমাণিত হবেন না!’

No comments

Powered by Blogger.