পরমাণু অস্ত্রের হুমকি মোকাবিলায়প্রচেষ্টা জোরদার করুন: মুন

পরমাণু অস্ত্র ও জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ওয়ার্ল্ড ফেডারেশন অব ইউএন অ্যাসোসিয়েশনসের বার্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান। খবর এএফপির।
পরমাণু অস্ত্র হ্রাসের ব্যাপারে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা আলোচনার উদাহরণ টেনে বান কি মুন বলেন, এ সমঝোতা গত এক দশকের মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা। এটি পৃথিবীকে পরমাণু অস্ত্রমুক্ত করার দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি এ-ও বলেন, ‘এখন আমাদের পালা।’ ৬৩টি দেশের অন্তত ২৫০ জন প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেন।

No comments

Powered by Blogger.