মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ব্রিজিত বার্দো
তার স্বামী বার্নার্ড ডি’ওরমালে নিশ্চিত করেছেন, তিনি এখন বিশ্রামে আছেন এবং সুস্থ আছেন। ১৯৫২ সালে ‘দ্য গার্ল ইন দ্য বিকিনি’ ছবির মাধ্যমে সিনেমায় প্রবেশ করেন ব্রিজিত। ১৯৫৬ সালে ‘অ্যান্ড গড ক্রিয়েটেড ওমেন’ ছবিতে রজার ভাদিমের সাথে অভিনয় করেন। ৪৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ৭০টিরও বেশি গান রেকর্ড করেছেন। ফ্যাশনে আইকনিক অবদান আছে তার। বার্দো পোজ এবং বার্দো নেকলাইন জনপ্রিয় করেছেন তিনি। সাহসী ও বিতর্কিত মিডিয়ার উপস্থিতি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে।
ব্রিজিত বার্দো চার বার বিবাহ করেছেন। তার স্বামীদের ক্রম হলো- রজার ভাদিম (১৯৫২-৫৭), জ্যাক কেয়ারিয়ার (১৯৫৯-৬২), গুন্টার স্যাকস (১৯৬৬-৬৯), বার্নার্ড ডি’ওরমালে (১৯৯২-বর্তমান)। তাদের এক সন্তান আছে। সন্তান লালন-পালনের ব্যাপারে তিনি সুনির্দিষ্টভাবে নিয়মিত মাতৃত্বের ভূমিকা প্রত্যাখ্যান করেছেন। প্রেমের জীবনে অনেক সম্পর্ক ছিল ব্রিজিতের। তার প্রেমে পড়েছেন স্যাশা ডিসটেল, ওয়ারেন বিটি এবং সংক্ষেপে শন কনারি। ১৯৭৩ সালে অভিনয় থেকে অবসর নিয়ে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেন। ১৯৮৬ সালে প্রাণী অধিকার সংরক্ষণে বার্জিত বার্দো ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বার্দো এখনও সক্রিয়। সামাজিক এবং প্রাণী অধিকার সংরক্ষণের কাজে নিয়োজিত আছেন। তার জীবন ও কাজ নিয়ে বিতর্ক হলেও, তিনি নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রেখেছেন।

No comments