‘এক ইঞ্চি জমি ছাড়লে, এক মাইল নিয়ে নেবে!’

ভারতসহ বিভিন্ন দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পর ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং তার তীব্র সমালোচনা করেছেন। সরাসরি নাম না করলেও চীনা রাষ্ট্রদূতের নিশানায় রয়েছেন ট্রাম্প, তা নিয়ে সংশয় নেই অনেকেরই। শুধু তা-ই নয়, মার্কিন প্রেসিডেন্টকে নাম না করে ‘গুন্ডা’ বলে আক্রমণ করেছেন তিনি। বলেছেন, ‘এক ইঞ্চি জমি ছাড়লে, এক মাইল নিয়ে নেবে!’ ভারতের ওপরে আমেরিকা প্রথমে শুল্ক চাপিয়েছিল ২৫ শতাংশ। রাশিয়া থেকে তেল আমদানির জন্য মার্কিন প্রেসিডেন্ট জরিমানাস্বরূপ আরও ২৫ শতাংশ কর আরোপ করেন।

ব্রাজিলের ওপরেও আমেরিকা কর চাপিয়েছে ৫০ শতাংশ। তার পরেই চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ি সমালোচনা করেন মার্কিন নীতির! ৫০ শতাংশ শুল্ক আরোপের পরই ব্রাজ়িল প্রেসিডেন্ট স্পষ্ট জানান, ট্রাম্পের সঙ্গে তিনি কোনও রকম আলোচনা করবেন না। বরং ভারত, চীনের  মতো ‘বন্ধু’ দেশগুলোর সঙ্গে কথা বলবেন। বৃহস্পতিবার রাতেই (ভারতীয় সময়) ব্রাজ়িলের প্রেসিডেন্টের থেকে ফোন পান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচনা হয় পরবর্তী পদক্ষেপ নিয়ে।

উল্লেখ্য, এই আবহে চলতি মাসের শেষে আন্তর্জাতিক জোট ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন’ (এসসিও)-এর রাষ্ট্রনেতাদের বৈঠকে যোগ দিতে চীনে  যাচ্ছেন মোদি। ২০১৯ সালের পর চীন সফর করবেন তিনি। ট্রাম্পের শুল্কযুদ্ধের মধ্যে মোদির এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মত অনেকের। কীভাবে মার্কিন নীতির বিরুদ্ধে মোকাবিলা করা সম্ভব, তা নিয়ে আলোচনা হতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। ভারত, চীন ও তুরস্ক হল রাশিয়ার তেলের তিনটি বৃহত্তম আমদানিকারক এবং ট্রাম্প হুমকি দিয়েছেন যে শুক্রবারের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ না হলে ‘দ্বিতীয় শুল্ক’ আরোপ করা হবে। এই বছরের শুরুতে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক যুদ্ধে জড়িয়ে পড়ে যেখানে আমেরিকা চীনের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধি করে।

তবে, চীন শুল্কের পরিমাণ ১২৫ শতাংশে সীমাবদ্ধ রেখে বলেছিল, আমেরিকা যদি আরও উচ্চ স্তরে শুল্ক বৃদ্ধি করে, তবে এটি অর্থনৈতিকভাবে অর্থহীন হবে এবং শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতির ইতিহাসে হাসির খোরাক হয়ে উঠবে।

সূত্র: এনডিটিভি

mzamin

No comments

Powered by Blogger.