ভারতের সঙ্গে আর কোনো বাণিজ্য আলোচনা নয়, জানিয়ে দিলেন ট্রাম্প

ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েও ক্ষান্ত থাকলেন না আমেরিকার প্রেসিডেন্ট। দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন হুমকি, তিনি ভারতের সঙ্গে আর কোনো বাণিজ্য আলোচনাও করবেন না। বৃহস্পতিবার ওভাল হাউসে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এই কথা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।

গত কয়েক মাস ধরেই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের সঙ্গে দর কষাকষি চালাচ্ছে আমেরিকা। কেন্দ্রের মোদি সরকার জানিয়ে দিয়েছে, কৃষি ও ডেয়ারি প্রোডাক্টের বাজার আমেরিকার জন্য দরজা খুলবে না ভারত। তাতেই ব্যাপক ক্ষুব্ধ ট্রাম্প। ভারতীয় পণ্যের ওপরে প্রথমে ২৫ শতাংশ শুল্ক চাপান আমেরিকার প্রেসিডেন্ট। তারপর গত বুধবার আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন। সব মিলিয়ে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসবে।

মার্কিন আধিকারিকদের মতে, ভারতীয় পণ্যের ওপর প্রথমে যে ২৫ শতাংশ শুল্ক বসেছিল, সেটি কার্যকর হচ্ছে ৭ আগস্ট থেকে। পরবর্তী ২৫ শতাংশ শুল্ক বসবে তারও ২১ দিন পর থেকে। তবে যেসব পণ্য ইতিমধ্যেই ভারত থেকে আমেরিকায় রওনা দিয়েছে তার ওপর শুল্ক বসাবে না মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। এরপরে কি আপনি আশা করেন যে ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনা আরও বাড়বে? ট্রাম্পের জবাব, ‘না, যতদিন না এই সমস্যা মিটছে ততদিন আলোচনা হবে না।’ এই সমস্যা বলতে ট্রাম্প ঠিক কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়।

তবে বিশ্লেষকদের অনুমান, রুশ তেল কেনা বন্ধ করুক ভারত, এমনটাই চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই ভারতের ‘শাস্তি’ বাড়াতেই এবার বাণিজ্য নিয়ে আলোচনাও বন্ধ করতে চাইছেন তিনি। অতিরিক্ত শুল্ক চাপানোর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতও। বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে বলেছে, ‘অন্যায্য, অযৌক্তিক এবং অবিবেচকের মতো সিদ্ধান্ত। ভারত আগেও একাধিকবার স্পষ্ট করে দিয়েছে, বাজারের পরিস্থিতি এবং ১৪০ কোটি ভারতবাসীর জ্বালানির নিরাপত্তার কথা মাথায় রেখেই রাশিয়া থেকে তেল আমদানি করা হয়।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বৃহস্পতিবার বলেছেন, ‘কৃষকের স্বার্থ আমাদের কাছে সবার আগে।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

mzamin

No comments

Powered by Blogger.