ইলন মাস্ক মার্কিন সরকারে কতো খরচ কমালেন!
সবচেয়ে বড় সঞ্চয়ের পেছনে প্রমাণ কী?
বিবিসি ভেরিফাই ডজ ওয়েবসাইটে তালিকাভুক্ত চারটি বৃহত্তম সঞ্চয় পরীক্ষা করেছে, যার রসিদ সংযুক্ত ছিল। দাবি করা হয়েছে যে, এগুলোর পরিমাণ ৮.৩ বিলিয়ন ডলার। কিন্তু প্রাপ্ত প্রমাণ পরীক্ষা করার পর এবং ফেডারেল চুক্তির সঙ্গে পরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর এই সংখ্যাটি অতিরঞ্জিত বলে মনে হচ্ছে। তিনটি সাশ্রয়ের জন্য ডজ ফেডারেল প্রকিউরমেন্ট ডেটা সিস্টেম (এফপিডিএস)-এর নথিগুলোর সঙ্গে লিঙ্ক করে। এটি একটি ডাটাবেজ, যা মার্কিন সরকারের প্রদত্ত চুক্তি রেকর্ড করে। নথিগুলোতে একটি চুক্তির শুরু এবং শেষ তারিখ, সরকার সর্বোচ্চ কতো টাকা ব্যয় করতে সম্মত হয়েছে এবং এর কতো টাকা ব্যয় করা হয়েছে- তা দেখানো হয়েছে। এফপিডিএস ডাটাবেজ তৈরিতে সাহায্যকারী ফেডারেল চুক্তি বিশেষজ্ঞ ডেভিড ড্রাবকিন বলেন, তালিকাভুক্ত সর্বোচ্চ সংখ্যাটি সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত। তিনি বলেন, চুক্তি সম্পন্ন হওয়া এবং চুক্তির কার্যক্রম রেকর্ড করার কিছু সময় পর্যন্ত এফপিডিএস প্রদত্ত মূল্য প্রতিফলিত করে না। উদাহরণ দিয়ে তিনি বলেন, যখন কোনো ভ্যাকসিনের গবেষণা এবং তার ডেভেলপমেন্টের কথা আসে, তখন কেউই আসলে জানে না যে এর জন্য কতো খরচ হবে। তাই যখন কোনো মূল্য নির্ধারণ করা হয়, তখন এটি একটি নির্দিষ্ট মূল্য নয় বরং একটি ঊর্ধ্বসীমা। তাই যদি ডজ সর্বোচ্চ সংখ্যা গণনা করে, তাহলে তা দেশের বার্ষিক ব্যয় থেকে সরাসরি সঞ্চয়ের পরিবর্তে কয়েক বছরের জন্য প্রক্ষেপিত ব্যয়ের প্রতিনিধিত্ব করতে পারে।
ডজের বৃহত্তম তালিকাভুক্ত ব্যক্তিগত সঞ্চয় হলো ২.৯ বিলিয়ন ডলার। এটি টেক্সাসে ৩,০০০ পর্যন্ত সঙ্গীহীন অভিবাসী শিশুর থাকার জন্য একটি সুবিধার জন্য চুক্তি বাতিলের মাধ্যমে এসেছে। ওই চুক্তিটি শুরু হয়েছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে ২০২৩ সালে। বিবিসি লিখেছে, মনে হচ্ছে ডজ ২০২৮ সাল পর্যন্ত ‘মোট চুক্তি মূল্য’ নিয়েছে- তালিকাভুক্ত শেষ তারিখ এবং এখন পর্যন্ত ব্যয় করা পরিমাণ বিয়োগ করে ২.৯ বিলিয়ন ডলারের অঙ্কটি পেয়েছে। কিন্তু চুক্তিটি প্রতি বছর পর্যালোচনা করা হতো। এই চুক্তির সঙ্গে পরিচিত একটি সূত্র বলেছে, প্রকৃত ব্যয় নির্ভর করে কতোজন শিশুকে ওই সুবিধার অধীনে রাখা হয়েছিল এবং তাদের প্রয়োজনীয় পরিষেবার ওপর।

No comments