হোয়াইট হাউসের পর ট্রাম্প-জেলেনস্কির সাক্ষাৎ

পোপের শেষকৃত্য উপলক্ষে সেন্ট পিটার্সের ব্যাসিলিকাতে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফেব্রুয়ারিতে ওভাল অফিসের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এই প্রথম সাক্ষাৎ করলেন ওই দুই নেতা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এদিকে হোয়াইট হাউস ১৫ মিনিটের ওই বৈঠককে খুবই ‘ফলপ্রসূ’ বলে আখ্যা দিয়েছে। জেলেনস্কি আলোচনাকে ‘প্রতীকী’ অভিহিত করেন। এক ছবিতে দেখা যায়, পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান শুরুর কয়েক মিনিট আগে দু’জন গভীর আলোচনায় মগ্ন।

এর একদিন আগে ট্রাম্প মন্তব্য করেন, রাশিয়া ও ইউক্রেন শান্তি চুক্তির খুব কাছাকাছি আছে। উল্লেখ্য, শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির একটি ছবি পোস্ট করে জেলেনস্কির অফিসের প্রধান আন্দ্রে এরমাক লেখেন, ‘গঠনমূলক’। ছবিতে দেখা যায়, ট্রাম্প একটি নীল রঙ্গের স্যুটে আছেন। কালো টপ ও ট্রাউজারে আছেন জেলেনস্কি। দু’জন একে অপরের মুখোমুখি বসে আছেন এবং মনে হচ্ছে গুরুতর কিছু নিয়ে আলোচনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি বলেন, তাদের একটি ভালো বৈঠক  হয়েছে। বলেন, আমরা একের পর এক অনেক আলোচনা করেছি। জেলেনস্কি আরও বলেন, আলোচিত বিষয়ের ফলাফল আশা করছেন তিনি। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী আন্দ্রি সিবিহাও এক্সে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ঐতিহাসিক ওই আলোচনার গুরুত্ব বর্ণনা করার জন্য কোনো শব্দই প্রয়োজন নেই। দু’জন নেতা শান্তি প্রতিষ্ঠার জন্য সেন্ট পিটার্সের ব্যাসিলিকাতে কাজ করছেন। 

mzamin

No comments

Powered by Blogger.