ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল

গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অভিযানের সময় ফিলিস্তিনিদের 'মানব ঢাল' হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে এক সেনার সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায়।

বুধবার (৩০ অক্টোবর) জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সেনা সদস্যটি জানায়, সামরিক ইউনিটগুলো ফিলিস্তিনিদের সামনে রেখে বিপজ্জনক ভবনগুলোতে প্রবেশ করে তল্লাশি চালাচ্ছে, যা মানবিক নীতিমালা ও আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে।

সেনাটি জানান, তাদের ইউনিটে দুইজন ফিলিস্তিনি তরুণকে আটক করে এবং সামনে রেখে বিপদজনক ভবনে প্রবেশ করে। এভাবে 'মানব ঢাল' ব্যবহার করে একাধিক অভিযান চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। গাজায় অভিযানের শুরু থেকেই ফিলিস্তিনিদের এমনভাবে ব্যবহারের বিষয়টি তার কাছে মানবতার প্রতি এক বড় অবিচার বলে মনে হয়েছে।

ওই সেনা আরও জানান, গাজার বিভিন্ন স্থানে—উত্তর গাজা, গাজা সিটি, খান ইউনিস ও রাফা এলাকায় ফিলিস্তিনিদের এভাবে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাঁচ ফিলিস্তিনি ভুক্তভোগীও একই অভিযোগ করেছেন। মানবাধিকার সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স, যা মূলত সামরিক বাহিনীর অনিয়ম প্রকাশে কাজ করে, তারা এই ঘটনাটি সিএনএনের সঙ্গে শেয়ার করেছে।

উল্লেখ্য, মানবাধিকার আইন অনুযায়ী, কোনো দেশের সামরিক বাহিনী বেসামরিক মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করতে পারে না। ২০০৫ সালে ইসরায়েলের হাইকোর্টও এই চর্চার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে গাজায় এই বিধিনিষেধ কার্যকর হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

সেনাটি আরও বলেন, ইসরায়েলি কমান্ডারদের কাছে তিনি মানব ঢাল ব্যবহারের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তাকে জানানো হয়, আন্তর্জাতিক আইন নিয়ে ভাবার দরকার নেই। যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনাদের জীবনই বেশি গুরুত্বপূর্ণ। এই অবস্থান বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীদের উদ্বিগ্ন করেছে এবং মানবিক মূল্যবোধের ওপর নতুন করে প্রশ্ন তুলেছে।

এদিকে বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলো এই বিষয়টিকে মানবিকতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে। ফিলিস্তিনিদের ওপর এই নির্যাতন ও অবমাননা শুধু তাদের জীবনই বিপন্ন করছে না, বরং মানবাধিকারের নীতির ওপর বড় এক চ্যালেঞ্জ তৈরি করছে।

মানবাধিকার কর্মীরা বলছেন, সংঘাতের মধ্যে বেসামরিক মানুষকে এভাবে ব্যবহার করা অত্যন্ত নিন্দনীয়। তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছেন, যেন অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

আল জাজিরা টেলিভিশনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় ইসরায়েলি সেনারা আটককৃত ফিলিস্তিনি জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। ছবি : আল-জাজিরা
আল জাজিরা টেলিভিশনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় ইসরায়েলি সেনারা আটককৃত ফিলিস্তিনি জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। ছবি : আল-জাজিরা



No comments

Powered by Blogger.