উইসকনসিনে কমালা-ট্রাম্পকে ভোট দিলেন প্রায় ৬০ মিলিয়ন আমেরিকান
রিপাবলিকান পার্টির সমর্থকদের সম্প্রতি ‘আবর্জনা’ বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পাল্টা জবাব দিতে বুধবার একটি আবর্জনাবাহী ট্রাকে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে ‘আবর্জনা’ শব্দটি নিয়ে গত রোববার হইচই শুরু হয়। সেদিন নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ট্রাম্পের সমাবেশে তার একজন মিত্র মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার সময় ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ বলেছিলেন। এমন বক্তব্যের পর প্রাথমিকভাবে রিপাবলিকান প্রচার শিবির বিষয়টি নিয়ে রক্ষণাত্মক অবস্থানে ছিল। কিন্তু এ নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্যের পর ট্রাম্প বিষয়টি লুফে নেন এবং রাজনীতির খেলা শুরু করেন। তিনি দেখাতে চাইছেন, তিনি ও তার সমর্থকেরাই বরং প্রতিপক্ষের কটু মন্তব্যের শিকার হয়েছেন।
এদিকে উইসকনসিনে কমলা হ্যারিস প্রথমবারের মতো ভোটারদের কাছে আবেদন করে বলেছিলেন, জলবায়ু পরিবর্তন, বন্দুক নিয়ন্ত্রণ ও গর্ভপাত অ্যাক্সেসের সমস্যাগুলো রাজনৈতিক নয়। এটি আপনার জীবিত অভিজ্ঞতা। এদিকে সিএনএন-এর জরিপে রাজ্যে ট্রাম্পের চেয়ে তাকে ছয় পয়েন্ট এগিয়ে দেখানোর পরপরই তিনি কথা বলছিলেন। হ্যারিস পেনসিলভানিয়া রাজ্যের রাজধানী হ্যারিসবার্গেও নিজের বক্তব্য রেখেছেন। ক্যালিফোর্নিয়ার প্রাক্তন রিপাবলিকান গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার ঘোষণা করেছেন যে তিনি আগাম নির্বাচনে হ্যারিসকে সমর্থন করছেন।
গার্ডিয়ানের কাছে ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে বাইডেনের প্রশাসনের অবস্থানের কারণে হ্যারিসকে ভোট দেওয়ার বিষয়ে প্রগতিশীলদের উদ্বেগের কথা বলেছেন। তিনি বলেছেন, ‘আমি বুঝি যে লাখ লাখ আমেরিকান যারা গাজার ভয়ানক যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন তারা জো বাইডেনের ও কমালা হ্যারিসের সঙ্গে একমত নন। আমিও তাদের একজন। এই ইস্যুতে ডনাল্ড ট্রাম্প এবং তার ডানপন্থী সমর্থকদের অবস্থান আরো খারাপ।
তার গ্রীন বে সমাবেশের আগে তার ম্যাডিসন স্কয়ার গার্ডেন সমাবেশে পুয়ের্তো রিকো সম্পর্কে ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ মন্তব্যের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেছেন ডনাল্ড ট্রাম্প। বুধবার পেনসিলভানিয়ার একজন বিচারক ট্রাম্পের প্রচারণার পক্ষে ছিলেন এবং ফিলাডেলফিয়ায় ব্যক্তিগত ভোট দেয়ার বিকল্প প্রদান করতে সম্মত হন, যেখানে চূড়ান্ত দিনে দীর্ঘ লাইনের কারণে একটি অপ্রস্তুত নির্বাচনী অফিসের দ্বারা ভোট প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছিলো বলে অভিযোগ উঠেছে।
হাউসের স্পিকার মাইক জনসন বলেছেন, আগামী মঙ্গলবার ট্রাম্প জয়ী ওবামাকেয়ারের মতো বাতিল স্বাস্থ্যসেবাসহ একাধিক ক্ষেত্রে ‘ব্যাপক’ পরিবর্তন আসবে। স্বাস্থ্যসেবা সংস্কার এজেন্ডার একটি বড় অংশ হতে চলেছে বলে উল্লেখ করেছেন জনসন।
প্রাক্তন রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ম্যাডিসন কাউন্টি ও ইন্ডিয়ানার একটি ভোটিং সিস্টেম পরীক্ষার সময় ব্যালট চুরি করার অভিযোগ আনা হয়েছে।
ইন্ডিয়ানা রাজ্য পুলিশ জানিয়েছে, ৩ অক্টোবর চারটি ভোটিং মেশিন এবং ১৩৬টি প্রার্থীর ব্যালট পরীক্ষার সময় অফিসাররা আবিষ্কার করেন যে দু’টি ব্যালট অনুপস্থিত ছিল। সুইং স্টেটের বেশিরভাগ ভোটার বিশ্বাস করেন না যে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে সহজেই পরাজয় মেনে নেবেন। বরং তারা বিশ্বাস করেন ক্ষমতায় আসতে তিনি সহিংসতার আশ্রয় নিতে পারেন। দক্ষিণ-পশ্চিম ওয়াশিংটনের কর্মকর্তারা একটি ব্যালট বাক্স থেকে প্রায় ৫০০ টি ক্ষতিগ্রস্ত ব্যালট উদ্ধার করতে সক্ষম হয়েছেন যা সোমবার আগুনে পুড়িয়ে দেয়া হয়েছিল।
ওয়াশিংটনের ভ্যাঙ্কুভারে কেউ একটি ড্রপ বক্সে অগ্নিসংযোগকারী ডিভাইস রাখলে ব্যালটগুলো ধ্বংস হয়ে যায়। ওরেগনের পোর্টল্যান্ডেও একটি বাক্সে আগুনের কারণে তিনটি ব্যালট ক্ষতিগ্রস্ত হয়। এটিকে নির্বাচনী কর্মকর্তারা গণতন্ত্রের ওপর আক্রমণ বলে অভিহিত করেছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
No comments