ভয় পেয়ো না মা... :ছুটির দিনেও ঢাকা কোর্টে স্বজনদের খোঁজে ভিড় by রাশিম মোল্লা
মায়ের সঙ্গে প্রাইমারি স্কুল শিক্ষার্থী হাবিবাও এসেছেন ভাইকে দেখার জন্য। রেহানা বেগম জানান, পরশু রাতে রামপুরা থেকে আমার সন্তানকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে আমার ছেলের মোবাইলে আন্দোলনের ছবি আর ভিডিও পাইছে। পাশে দাঁড়িয়ে আরেক স্বজন জানান, বৃহস্পতিবার মিরপুর থেকে পুলিশ তার ভাইকে আটক করেছে। তার ভাই মূলত বাইক চালান। এদিকে, গতকাল সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় দায়ের করা পুলিশের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তাকে দেখতে ছোটভাই ও বেশকিছু নেতাকর্মীদেরও দেখা যায়। আদালতের শুনানিতে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পার্থকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
অপরদিকে আসামি পক্ষে জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক সাইফুল আলম নিরব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনুসহ ৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত ২৯শে জুলাই ৪ এবং ২৫শে জুলাই ৪ দিনের রিমান্ডে ছিলেন তারা। গতকাল রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
No comments