ভারতে মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট গ্রেফতার

ভারতের তুতিকরিন সমুদ্রবন্দরের ইমিগ্রেশন মঙ্গলবার মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে আটক করেছে।

ভিরগো ৯ নামে একটি টাগ বোটে অনিবন্ধিত ‘এক্সট্রা পারসন’ হিসেবে তাকে দেখানোর কথা ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশ করে। এর কয়েক ঘন্টা পর মালদ্বীপ পুলিশ আদিবের গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে। পুলিশ জানায় যে তিনি সাগরপথে পালানোর চেষ্টা করছিলেন।

পুলিশ জানায়, তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সুপ্রিম কোর্ট তার দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলো।

পুলিশ জানায় দেশের সবচেয়ে বড় দুর্নীতি কেলেংকারি রাষ্ট্রীয় কোষাগার থেকে ৯০ মিলিয়ন ডলার চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে বুধবার তলব করা হয়েছিলো।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় যে আদিবকে প্রবেশ করতে দেয়া হয়নি।

মুখপাত্র রাভিশ কুমার বলেন, নির্দিষ্ট পয়েন্ট দিয়েই দেশে প্রবেশ করতে পারেন বিদেশীরা। তার জন্য বৈধ ভ্রমণের কাগজপত্র থাকতে হয়। এক্ষেত্রে তিনি কোন বৈধ পথে বা বৈধ কাগজপত্র নিয়ে ভারতে আসেননি। তাই তাকে ভারতে প্রবেশের সুযোগ দেয়া হয়নি।

আদালত অবমাননার দায়ে ১৫ দিন গৃহবন্দী থাকার পর আদিব দুই সপ্তাহ আগে মুক্তি পান। ভারতে চিকিৎসা করানোর পর জুলাইয়ের শুরুর দিকে দেশে ফিরেন তিনি।

No comments

Powered by Blogger.