শিশুর মুখ থেকে ৫২৬টি দাঁত অপসারণ!

অবিশ্বাস্য হলেও সত্য! ভারতের চেন্নাইয়ে এক বালকের মুখ থেকে অপারেশন করে তুলে ফেলা হয়েছে অতিরিক্ত ৫২৬টি দাঁত। ওই অপারেশন ও দাঁত তুলে এনে প্রামাণ্য আকারে তা সবার সামনে তুলে ধরা হয়েছে ভিডিওর মাধ্যমে। মাত্র ৭ বছর বয়সী বালক রবীন্দ্রনাথের নিচের চোয়ালে মাড়ির পাশে অবস্থান করছিল এসব দাঁত। এতে তার মুখ ফুলে গিয়েছিল। কিন্তু খালি চোখে তা দেখা যেতো না। মুখ ফোলা নিয়ে তার অভিভাবকরা তাকে নিয়ে যান চেন্নাইয়ের সবিতা ডেন্টাল কলেজে। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে দেখতে পান তার মাড়ির পিছনে নিচের চোয়ালে মাংসের ভিতর অবস্থান করছে ওইসব দাঁত। এসব দাঁত কোনো স্বাভাবিক দাঁত নয়।
তারা বিষয়টি বুঝালেন রবীন্দ্রনাথের পিতামাতাকে। তারা অনুমতি দিলেন। অবশেষে ওই হাসপাতালের চিকিৎসকরা রবীন্দ্রনাথের মুখে অস্ত্রপচার করে বের করে আনেন ৫২৬টি দাঁত। এতে তাদের সময় লাগে প্রায় ৫ ঘন্টা। সবচেয়ে মজার বিষয় হলো, এর ফলে ৭ বছর বয়সী রবীন্দ্রনাথ এখন বেদনাহীন হাসি হাসার সুযোগ পেয়েছে। অনলাইন টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।

No comments

Powered by Blogger.