স্কাই ডাইভিংয়ে ৫ হাজার ফুট উঁচু থেকে পড়ে বেঁচে গেলেন এক নারী

স্কাই ডাইভিং
স্কাই ডাইভিংয়ে প্যারাসুট না খোলায় ৪ হাজার ৯০০ ফুট উচ্চতা থেকে পড়ে গিয়েও বেঁচে গেছেন কানাডার এক নারী।
ঘটনাটি ঘটে গত ১০ আগস্ট কানাডার কেবেক প্রদেশের টরস নদীর স্কাই ডাইভিং সেন্টারে।
কানাডার সংবাদ মাধ্যম সিবিসি নিউজের বরাত দিয়ে স্কাই নিউজের প্রতিবেদনে  জানা যায়,  ৩০ বছর বয়সী এ নারীর নাম প্রকাশ না করা হলেও প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি থেকে ৪ হাজার ৯০০ ফুট উপর থেকে পড়ে যান তিনি। এ সময় গাছে সাথে ধাক্কা খেতে দেখা যায় তাকে।
প্রত্যক্ষদর্শী ডেনিস ডেমার জানান, তিনি ওই নারীকে পড়ে যেতে দেখেছেন। 
তিনি বলেন, এটা বিস্ময়কর, আমি বিশ্বাস করতে পারি না কিভাবে একজন নারী এত উপর থেকে (আকাশে উড়ন্ত উড়োজাহাজ থেকে পড়ার মতো) পড়ে বেঁচে যেতে পারেন। ওই সময় তার প্যারাসুট ও জরুরি ব্যাকআপ প্যারাসুট কোনোটাই খোলেনি।
কানাডার স্থানীয় পুলিশ জানায়,  স্কাই ডাইভিংয়ে ওই নারী অভিজ্ঞ ছিলেন। এ কারণে তার জীবনে কোনো ঝুঁকি ছিলো না। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিলো সামান্য কিছু ইনজুরি হয়েছে।

No comments

Powered by Blogger.