যুক্তরাষ্ট্র ও তালেবানের শান্তিচুক্তি কয়েক দিনের মধ্যে: তালেবান নেতা জায়িফ

আব্দুল সালাম জায়িফ
আগামী কয়েক দিনের মধ্যে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি সই হতে যাচ্ছে বলে জানিয়েছেন তালেবানের এক সাবেক সদস্য। গত বৃহস্পতিবার থেকে কাতারের দোহায় দুই পক্ষের মধ্যে নবম দফা আলোচনা শুরু হয়েছে।

১৯৯০’র দশকে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় থাকাকালে পাকিস্তানে নিযুক্ত তালেবান রাষ্ট্রদূত আব্দুল সালাম জায়িফ শুক্রবার বলেন যে তালেবান উপনেতা মোল্লা আব্দুল ঘানি বারদার যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে সই করবেন।

জাইফ বলেন, যুক্তরাষ্ট্র চাচ্ছে যে শান্তি চুক্তির পর সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে তালেবানের কোন সম্পর্ক থাকবে না এই কথা চুক্তিতে উল্লেখ থাকুক।

দোহায় দুই পক্ষ চুক্তি বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করছে বলে মনে করা হয়। আলোচনার প্রথম দিনে মার্কিন বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল স্কট মিলার উপস্থিত ছিলেন বলে তালেবানের একজন মুখপাত্র জানান।

জাইফ বলেন, ১৫ থেকে ২৪ মাসের মধ্যে বিদেশী সেনা পুরোপুরি প্রত্যাহারের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও তালেবান একমত হয়েছে। তালেবান পক্ষে গ্যারান্টার হিসেবে চীন, রাশিয়া ও পাকিস্তান থাকছে বলে তিনি জানান।

যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তি সই হওয়ার এক সপ্তাহ পর আন্ত:আফগান আলোচনা শুরু হবে।

No comments

Powered by Blogger.