মালদ্বীপে প্রথমবারের মতো বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

মালদ্বীপের আইনজীবীরা গত শনিবার প্রথমবারের মতো বার কাউন্সিলের নির্বাচনে ভোট দিয়েছেন। এর মধ্য দিয়ে দেশটিতে আইন পেশাজীবীদের একটি ঐতিহাসিক আত্মনিয়ন্ত্রণমূলক কাঠামো প্রতিষ্ঠিত হলো।
সাবেক এটর্নি জেনারেল হুসনু সুদকে ১৪২ ভোটে হারিয়ে কাউন্সিলের প্রথম প্রেসিডেন্ট হয়েছেন মামুন হামিদ। এক সাবেক বিচারপতিকে বিপুল ভোটে পরাজিত করে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক এটর্নি জেনারেল আব্দুল্লা মুইজ।
লিগ্যাল প্রফেশন এ্যাক্ট অনুযায়ী বার কাউন্সিল গঠিত হয়। এই কাউন্সিল আইনজীবীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করবে। গত জুনে গৃহীত আইনটি নিয়ন্ত্রণমূলক ক্ষমতা বিচারবিভাগের কাছ থেকে নবগঠিত স্বাধীন প্রতিষ্ঠানটির হাতে অর্পন করবে।
এর আগে এটর্নি জেনারেলের অফিস ও বিলুপ্ত বিচার মন্ত্রণালয় আইন পেশাকে নিয়্ন্ত্রণ করতো। সাম্প্রতিক সময়ে এই দায়িত্ব নেয় সুপ্রিম কোর্ট এবং সেখান থেকেই এটর্নিদের লাইসেন্স ইস্যু করা হয়।
শনিবারের নির্বাচনে বার কাউন্সিলের  নির্বাহী সদস্য হিসেবে আরো ছয় জন নির্বাচিত হন।
রাজধানী মালে ও দক্ষিণাঞ্চলীয় আদ্দু শহরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৪৮৮ জন ভোটারের মধ্যে ৯৫৫ জন ভোট দেন।
রোববার পর্যন্ত আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি। কারণ একজন প্রার্থী মাত্র ১ ভোটে পরাজিত হওয়ায় তিনি পুনর্গণনার আবেদন করেন। বেসরকারি ফলাফল ঘোষণার সময় ওই পদে পুনর্গণনা চলছিলো।

No comments

Powered by Blogger.