আইএস 'নিয়ন্ত্রিত এলাকা' থেকে আবারো ইসরাইলি অস্ত্র উদ্ধার

সিরিয়ার দেইর আজ-জোরের আশপাশের এলাকা থেকে আবারো ইসরাইলি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইএসের নিয়ন্ত্রণ থেকে ওই সব এলাকা মুক্ত করার পর সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। পালানোর সময় এসব অস্ত্র ফেলে গেছে আইএস। দেইর আজ-জোরের বুকামাল শহরের অদূরে আস-সিয়াল ও হাসারাত গ্রাম থেকে মর্টার,
ট্যাঙ্ক ও মাইনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সিরিয়ায় আইএসের আস্তানা থেকে এর আগেও ইসরাইলি অস্ত্র উদ্ধার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার এক সেনা কর্মকর্তা বলেন, এসব অস্ত্রই প্রমাণ করে এ অঞ্চল ও বাইরের বিভিন্ন দেশ আইএসকে সরাসরি অস্ত্র দিচ্ছে। গত ১০ ডিসেম্বর সিরিয়ার সেনাবাহিনী আইএসের একটি আস্তানা থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র উদ্ধার করে। এর মধ্যে ট্যাঙ্ক, সামরিক যান, স্থল মাইন, গাড়ি বোমাসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক ও যোগাযোগ সরঞ্জামও ছিল। তার আগে গত ১৯ অক্টোবরও দেইর আজ-জোরের মায়াদিন শহর থেকে বিপুল পরিমাণ ইসরাইলি অস্ত্র উদ্ধার করে সিরিয়ার সেনাবাহিনী।

No comments

Powered by Blogger.