যুক্তরাজ্যে ভ্যালেন্টাইনস ডেতে গর্ভধারণ বাড়ছে

ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবসে যুক্তরাজ্যে নারীদের গর্ভধারণের হার বেড়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য অধিদফতর (এনএইচএস)। স্বাস্থ্য দফতরের ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারির পরিসংখ্যানে দেখা গেছে,
এদিনটি উপলক্ষে সেখানে গর্ভধারণের সংখ্যা ৫ শতাংশ বেড়ে গেছে। তবে গর্ভধারণের হার ক্রিসমাসকে ছাড়াতে পারেনি।-খবর ইন্ডিপেন্ডেন্ট অনলাইন। সাধারণত প্রতি সপ্তাহে গড়ে ১৫ হাজার ৪২৭টি গর্ভধারণের ঘটনা ঘটে। ভালোবাসা দিবসের সপ্তাহে গর্ভধারণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১৬ হাজার ২৬৩টি। এনএইচএসের উপাত্ত বলছে, ভ্যালেন্টাইনস ডের চেয়ে ক্রিস্টমাসে গর্ভধারণের হার এখনও বেশি। এ ছাড়া ঈদুল ফিতরের সময়ও গর্ভধারণ অন্য সময়ের চেয়ে বেশি ঘটে।

No comments

Powered by Blogger.