যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তিযুদ্ধ, বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরির অভিযোগ

চীনের বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরির অভিযোগের তদন্ত শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এ ব্যাপারে শিগগিরই নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ২০১৭ সালের আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে।
মার্কিন বাণিজ্যসচিব উইলবার রস বলেছেন, উচ্চ প্রযুক্তি হবে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কে ‘চ্যালেঞ্জের নতুন ক্ষেত্র’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, চীনের ওপর বুদ্ধিবৃত্তিক সম্পদসংক্রান্ত বড় ধরনের জরিমানা আরোপ করা হতে পারে। মার্কিন বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি বিষয়ক কমিশনের ২০১৭ সালের প্রতিবেদনে আছে- মার্কিন কোম্পানিগুলোর বছরে ২২ হাজার ৫০০ কোটি থেকে ৬০ হাজার কোটি ডলার ক্ষতি হচ্ছে।

No comments

Powered by Blogger.