সাতকানিয়ায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু বৃহস্পতিবার

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে দেশব্যাপী উন্নয়ন মেলার ধারাবাহিকতায় সাতকানিয়া উপজেলা প্রশাসনও তিন দিনব্যাপী উন্নয়ন মেলা আয়োজন করতে যাচ্ছে । 

বৃহস্পতিবার ১১ জানুয়ারি সাতকানিয়া উপজেলা প্রশাসন কর্তৃক  এই উন্নয়ন মেলার আয়োজন করা হবে সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয় মাঠে। 

বৃহস্পতিবার  সকাল ১০টায় এই উন্নয়ন মেলার উদ্বোধন করবেন সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন। 

এর আগে সরেজমিন পরিদর্শনে যান ইউএনও মোবারক হোসেন, সাতকানিয়া পৌর সভার মেয়র মোহাম্মদ জোবায়েরসহ অন্যান্যরা। 

সাতকানিয়ার ইউএনও মোহাম্মদ মোবারক হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে দেশব্যাপী উন্নয়ন মেলার ধারাবাহিকতায় সাতকানিয়া উপজেলা প্রশাসনও উন্নয়ন মেলা আয়োজন করছে। সরকারের উন্নয়ন মুলক কার্যত্রমসমূহ জনসম্মুখে দেখার জন্য এই মেলার আয়োজন। 

তিনি আরো বলেন, সরকারি সকল  প্রতিষ্ঠান, বেসরকারি এনজিও, বেসরকারি ব্যাংকসহ মোট ৫০-৬০টি সংস্থার স্টল থাকবে এই মেলায়।  সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মেলায় প্রবেশ করে উপভোগ করতে  পারবে আগত দর্শনার্থীরা। 

No comments

Powered by Blogger.