ইসরাইলকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরব দেশগুলো ইসরাইলকে স্বীকৃতি দেবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী একটি ফরাসি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন বলে আরবি বার্তা সংস্থা কুদস আল-আখবারিয়া জানিয়েছে। ওই সাক্ষাৎকারে জুবায়ের বলেছেন, ফিলিস্তিন সংকট সমাধানের পর ইসরাইলকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলো।
সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত একটি সম্মেলন থেকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে তিনি জানান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ওই সাক্ষাৎকারে আরো বলেন, ইরান বিরোধিতায় ইসরাইল ও সৌদি আরবের যৌথ স্বার্থ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জেরুসালেমখ্যাত বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে যে ঘোষণা দিয়েছেন সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কাছে সে সম্পর্কে তার দেশের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইসরাইল-ফিলিস্তিন সংকট সমাধানের আগে বায়তুল মুকাদ্দাসের অবস্থান স্পষ্ট করা সম্ভব নয়। কাজেই ইসরাইল ও ফিলিস্তিনের আলাদা সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে এ ধরনের ঘোষণা বাস্তবসম্মত নয়। সৌদি পররাষ্ট্রমন্ত্রী এমন সময় ইসরাইলকে স্বীকৃতি দেয়ার কথা বললেন, যখন ফিলিস্তিন জবরদখল করে প্রতিষ্ঠিত গোটা ইসরাইল রাষ্ট্রটিই অবৈধ। কাজেই ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূমির একাংশ ছেড়ে দিয়েও যদি পশ্চিমারা জোর করে ফিলিস্তিন-ইসরাইল সংকটের কথিত একটি সমাধান চাপিয়ে দেয় তাহলেও মুসলিম বিশ্বের দৃষ্টিতে ইহুদিবাদী রাষ্ট্রটির পক্ষে বৈধতা অর্জন সম্ভব নয়।

No comments

Powered by Blogger.