বায়ুচালিত ট্রেন

নেদারল্যান্ডসের সব বৈদ্যুতিক ট্রেন এখন বায়ুশক্তি দ্বারা পরিচালিত হচ্ছে। এটি জানিয়েছে দেশটির জাতীয় রেলওয়ে কোম্পানি নেদারল্যান্ডিজ স্পুরউইগেন (এনএস)। খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের। এনএসের একজন মুখপাত্র টন বুন বলেছেন, ১ জানুয়ারি ২০১৭ থেকে আমাদের ট্রেনগুলো শতভাগ বায়ুশক্তিচালিত। দুই বছর আগে এনএসের টেন্ডারের মাধ্যমে ওই কাজটি পায় নেদারল্যান্ডসের বৈদ্যুতিক কোম্পানি এনেকো। কোম্পানি দুটি ১০ বছরের জন্য চুক্তি করে। ওই চুক্তি অনুযায়ী ২০১৮ সালের জানুয়ারি থেকে এনএসের সব ট্রেন বায়ুচালিত করতে বলা হয়। বুন আরও বলেন, আমরা আমাদের পরিকল্পনার এক বছর আগেই লক্ষ্যে পৌঁছতে পেরেছি। সারা দেশ ও উপকূলবর্তী এলাকায় উইন্ডমিল বা বায়ুচাকা থাকায় আমাদের অর্জন দ্রুততার সঙ্গে হয়েছে। এনেকো ও এনএস একটি যৌথ ওয়েবসাইটে জানিয়েছে, প্রতিদিন প্রায় ছয় লাখ যাত্রী ‘বিশ্বের প্রথম’ বায়ুচালিত ট্রেন ব্যবহার করছেন। এনএস প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ হাজার ট্রিপ পরিচালনা করে। এনএস বলছে, একটি বায়ুচাকা এক ঘণ্টা চললে তা একটি ট্রেনের ১২০ মাইল পর্যন্ত যাওয়ার জন্য শক্তি জোগাতে পারে। কোম্পানিটি বলছে, ২০২০ সালের মধ্যে তারা যাত্রীপ্রতি এ শক্তি খরচ আরও কমিয়ে আনতে চান। যেটি ২০০৫ সালের চেয়ে ৩৫ শতাংশ কম হবে।

No comments

Powered by Blogger.